সম্পাদকীয় | জনতার টিভি
ঈদুল আযহা ২০২৫
শিরোনাম: “ঈদ মানে কোরবানির আনন্দ, আত্মার জাগরণ, আর মানুষের পাশে দাঁড়ানোর শপথ”
আজ পবিত্র ঈদুল আযহা। ত্যাগ ও প্রেমের মহোৎসব। শুধুমাত্র পশু কোরবানির মধ্যেই নয়, এই ঈদের প্রকৃত সৌন্দর্য লুকিয়ে আছে আত্মত্যাগ, মানবিকতা এবং ন্যায়ের পথে অটল থাকার ঐশী আহ্বানে। এই উৎসব আমাদের মনে করিয়ে দেয়—আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হৃদয়ের সব সংকীর্ণতা ভেঙে, মনের অহংকার কেটে, নিজের প্রিয় জিনিসটি উৎসর্গ করতে হয়।
কিন্তু আজকের বাংলাদেশে কোরবানির এই চেতনা কেবল নামাজ আর মাংস বিলি করার মধ্যে সীমাবদ্ধ নয়—এটা এক নতুন সমাজগঠনের শপথও বয়ে আনে। যেখানে মানুষ মানুষকে ভালোবাসবে, অন্যায়ের বিরুদ্ধে সাহসের সাথে দাঁড়াবে, অসহায় প্রতিবেশীর ঘরে হাসি ফোটাবে।
আমরা দেখেছি, বহু গরিব পরিবার কোরবানির গোশতের অপেক্ষায় থাকে। কিন্তু শুধু একবেলা মাংস পেলেই কি ঈদের আনন্দ শেষ? ঈদের আনন্দ তখনই পূর্ণ হয়, যখন সেই পরিবারটি সারা বছর দাঁড়াতে পারে মাথা উঁচু করে—কৃষক, দিনমজুর, খেটে খাওয়া মানুষগুলো যখন পায় সম্মান, সুযোগ আর সুবিচার।
এই ঈদ হোক অন্যরকম।
এই ঈদ হোক জেগে ওঠার।
এই ঈদ হোক আত্মিক কোরবানির মাধ্যমে দেশের শোষণ, দুর্নীতি আর বৈষম্যের বিরুদ্ধে নতুন প্রতিজ্ঞার।
জনতার টিভি বিশ্বাস করে—এই ঈদের আসল শিক্ষাই হলো, আমরা যেন শুধুই উৎসব না করি, বরং প্রতিটি হৃদয়ে একটুখানি ভালোবাসা পৌঁছে দিই। একটুখানি সহানুভূতি, একটুখানি সাহস, একটুখানি ত্যাগ—এই তিনেই বদলে যেতে পারে একটা জাতির ভবিষ্যৎ।
এই ঈদে আমরা সবাই হই কারো “ঈদের আনন্দ”—কারো মুখের হাসি, কারো চোখের আলো।
ঈদ মোবারক।
✒️
জনতার টিভি সম্পাদকীয় বোর্ড
“জনতার কথা, জনতার পক্ষেই”