বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে বিনা খরচে গরিব-দুস্থ ২১ রোগীর চোখের অস্ত্রোপচার হয়েছে। ছানি, নেত্রনালি ও মাংস বাড়ার কারণে তাদের এ অস্ত্রোপচার হয়।
বৃহস্পতিবার (১৫ মে) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সাবরিনা সোবহান রোডে অবস্থিত বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ভিশন কেয়ার ফাউন্ডেশন ও ব্রাহ্মণবাড়িয়ার মানবসেবা আলমি ফাউন্ডেশনের সহযোগিতায় এ অস্ত্রোপচার কার্যক্রম হয়।
বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অবতৈনিক পরিচালক এবং ভিশন কেয়ার ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. মো. সালেহ আহমদের তত্ত্বাবধানে সার্জারিতে অংশ নেন ডা. অ্যান্থনি অ্যালবার্ট, ডা. আক্তার ফেরদৌসি জাহান ও ডা. জেরিন পারভীন।