শনিবার, ২৪ মে ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিজ্ঞপ্তি :

জাপানি প্রতিষ্ঠানকে স্পন্সর হিসেবে পেল বাফুফে, তিন বছরে বাঁচবে দেড় কোটি টাকা

বাংলাদেশের ফুটবলে সাধারণত মলতেনের বল ব্যবহার করা হয়। জাপানি এই প্রতিষ্ঠান থেকে এতদিন তৃতীয় পক্ষের মাধ্যমে বল কিনতে হতো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-কে।

ফলে বাড়তি টাকা খরচ হতো।

আজ বাফুফে ভবনে মলতেনের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিতে বাফুফের বছরে প্রায় ৫০ লাখ টাকা বাঁচবে, তিন বছরের চুক্তিতে যার পরিমাণ দাঁড়াবে প্রায় ৩ কোটি টাকা। সঙ্গে বছরে ২ হাজার বল ফ্রিও পাবে বাফুফে।

চুক্তি অনুযায়ী, মলতেন প্রতি বছর বাফুফেকে ৪ হাজারটি ফুটবল সরবরাহ করবে। এর মধ্যে ২ হাজারটি বল ফ্রি, আর বাকি ২ হাজার বল  কিনতে হবে, তবে সেক্ষেত্রেও বিশেষ ছাড় পাওয়া যাবে। চুক্তি অনুযায়ী, বাফুফেকে ৬০০টি ‘এফফাইভএন ৫০০০ সিরিজ’, ‘১৪ শ এফফাইভএন ৩৫৫৫ সিরিজ’ এবং ২ হাজারটি ‘এফফাইভএন ১০০০ সিরিজ’ এর বল সরবরাহ করবে জাপানি প্রতিষ্ঠানটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে অনুসরণ করুন