তানজিদ হাসান তামিম ও লিটন দাসের দারুণ উদ্বোধনী জুটির পর তাওহীদ হৃদয়ের ঝড়ো ইনিংসে দুইশ ছাড়ানো সংগ্রহ পায় বাংলাদেশ। জবাব দিতে নেমে দ্রুত রান তুলতে থাকে সংযুক্ত আরব আমিরাত।
দুই ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আজ বাংলাদেশকে ২ উইকেটে হারিয়েছে আমিরাত। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করে তারা। যা ১ বল হাতে রেখে তাড়া করে আমিরাত। যদিও তারা হারিয়ে ফেলে ৮ উইকেট। এই জয়ে ১-১ ব্যবধানে সিরিজ ভাগাভাগি করল দুদল।