নামসর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণের (৫৫৩ ও ৫৪৯) সর্বমোট ১১০২ কোটি আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের (এসআলম) নামে পৃথক দুটি মামলার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ দুই মামলায় মোহাম্মদ সাইফুল আলমসহ মোট ৬৮ জনকে আসামি করা হয়েছে।
প্রথম মামলায় ঋণের নামে ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে নামসর্বস্ব প্রতিষ্ঠান মেসার্স সাফরান ট্রেড ইন্টারন্যাশনালের নামে ৫৪৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাইফুল আলমসহ ৩৭ জনকে আসামি করা হয়।
দ্বিতীয় মামলায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে নামসর্বস্ব প্রতিষ্ঠান মেসার্স হুদা এন্টারপ্রাইজের নামে ৫৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাইফুল আলমসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।