তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রীসহ কয়েকটি বাংলাদেশি পণ্য আমদানির ওপর স্থলবন্দর নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। দেশটির মন্ত্রণালয় জানিয়েছে, ‘বাংলাদেশ থেকে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্যসামগ্রী ইত্যাদির মতো কিছু পণ্য ভারতের স্থলবন্দর দিয়ে আসায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ফলে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়েও রপ্তানি বন্ধ রয়েছে। এতে করে বিপাকে পড়েছেন তৈরি পোশাক রপ্তানিকারকরা।