আসছে ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’। সিনেমাটিতে তার বিপরীতে দেখা মিলবে ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূরকে।
এদিকে, ঢালিউডের এই নতুন জুটিকে নিয়ে মন্তব্য করেছেন শাকিবের প্রাক্তন স্ত্রী ও চিত্রনায়িকা অপু বিশ্বাস।
ক্যারিয়ারে শাকিবের বিপরীতে সবচেয়ে বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন অপু। তবে একসময় তাদের সংসারে ফাটল ধরলে বড় পর্দায় আর একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে।
তাণ্ডব-জুটিকে নিয়ে সম্প্রতি একটি অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে অপু বলেন, আমি মনে করি, আমাদের বাংলাদেশে যত নায়িকারা আছেন বা শাকিবের সঙ্গে নতুনভাবে কাজ করছেন, তারা খুবই প্রতিভাসম্পন্ন।