গত ম্যাচে শিরোপা জেতার পর ভিয়ারিয়ালের বিপক্ষে গতকাল মাঠে নেমে হারতে হয়েছে বার্সেলোনাকে। অপরদিকে শিরোপা হারালেও ম্যাচ হারেনি রিয়াল মাদ্রিদ।
লা লিগার ম্যাচে গতকাল রাতে ঘরের মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-২ ব্যবধানে হারে বার্সেলোনা। আরেক ম্যাচে সেভিয়াকে ২-০ ব্যবধানে হারায় রিয়াল মাদ্রিদ। ৩৭ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আছে তারা। সমান ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।
প্রতিপক্ষের মাঠে এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি ভিয়ারিয়াল। চতুর্থ মিনিটে নিকোলাস পেপের পাস ধরে দারুণ শটে জাল খুঁজে নেন পেরেস। ৩৮তম মিনিটে বার্সাকে সমতায় ফেরান লামিনে ইয়ামাল। গার্সিয়া থেকে পাওয়া বল নিজের চেনা শটে জালে পাঠান তিনি। যোগ করা সময়ে দলকে এগিয়ে নেন ফের্মিন লোপেস। গার্সিয়ার ক্রস থেকেই বল জালে পাঠান তিনি।