অন্যায়ভাবে দীর্ঘদিন ধরে আমাদের পদোন্নতি আটকে রাখা হয়েছে। এরকম শত শত ন্যায়সঙ্গত সুযোগ-সুবিধা থেকে আমরা বঞ্চিত। কৃষি দেশের প্রাণ। কৃষকের পরে বেশি পরিশ্রম করেন দেশের ১৫ হাজার উপ-সহকারী কৃষি কর্মকর্তা। তারা ২৫-৩০ বছর চাকরি শেষে একই পদে বাড়ি ফিরতে চান না। তাদের পরিশ্রমের মূল্যায়ন করতে হবে। ১৫ হাজার কৃষি কর্মকর্তাকে পদোন্নতি দিতে হবে। মাঠকর্মীদের মূল্যায়নে আরও বেশি সমৃদ্ধি আসবে কৃষিতে। তাদের দাবি পূরণে কৃষি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। ’