সপ্তাহের তৃতীয় কার্যদিবস সোমবার (১৯ মে) পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট কমে চার হাজার ৭৭৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক চার পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক আট পয়েন্ট কমে যথাক্রমে ১০৪১ ও ১৭৭১ পয়েন্টে অবস্থান করছে।