জামালপুরে সবজি চাষে জনপ্রিয় হয়ে উঠছে জলবায়ু-সহিষ্ণু মালচিং প্রযুক্তি। এই পদ্ধতিতে ব্যবহৃত মালচিং পেপার কেবল আর্দ্রতাই ধরে রাখছে না, ফসলে জোগাচ্ছে প্রয়োজনীয় পুষ্টি।
সবজি চাষে সবচেয়ে বড় বাধা পোকামাকড় ও আগাছা। অন্যদিকে সবজি উৎপাদনে প্রয়োজন হয় পর্যাপ্ত পানি। এই দুই বিষয়কে সাশ্রয় করতে বেড়েছে আধুনিক কৌশল মালচিং পদ্ধতির ব্যবহার।
মালচিং পদ্ধতি ব্যবহার করে প্রথমবারের মতো টমেটো চাষ করেছেন জামালপুরের দেওয়ানগঞ্জের কৃষক নূর সালাম।