বাংলাদেশের ফুটবলে সাধারণত মলতেনের বল ব্যবহার করা হয়। জাপানি এই প্রতিষ্ঠান থেকে এতদিন তৃতীয় পক্ষের মাধ্যমে বল কিনতে হতো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-কে।
আজ বাফুফে ভবনে মলতেনের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিতে বাফুফের বছরে প্রায় ৫০ লাখ টাকা বাঁচবে, তিন বছরের চুক্তিতে যার পরিমাণ দাঁড়াবে প্রায় ৩ কোটি টাকা। সঙ্গে বছরে ২ হাজার বল ফ্রিও পাবে বাফুফে।
চুক্তি অনুযায়ী, মলতেন প্রতি বছর বাফুফেকে ৪ হাজারটি ফুটবল সরবরাহ করবে। এর মধ্যে ২ হাজারটি বল ফ্রি, আর বাকি ২ হাজার বল কিনতে হবে, তবে সেক্ষেত্রেও বিশেষ ছাড় পাওয়া যাবে। চুক্তি অনুযায়ী, বাফুফেকে ৬০০টি ‘এফফাইভএন ৫০০০ সিরিজ’, ‘১৪ শ এফফাইভএন ৩৫৫৫ সিরিজ’ এবং ২ হাজারটি ‘এফফাইভএন ১০০০ সিরিজ’ এর বল সরবরাহ করবে জাপানি প্রতিষ্ঠানটি।