ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের বিরুদ্ধে সম্প্রসারিত স্থল অভিযানের অংশ হিসেবে ইসরায়েলি বাহিনী গাজার সব এলাকা নিয়ন্ত্রণে নেবে। এক ভিডিও বার্তায় তিনি এমনটি বলেন।
নেতানিয়াহু জানান, টানা ১১ সপ্তাহের অবরোধের পর গাজায় ন্যূনতম পরিমাণ খাদ্য ঢুকতে দেওয়ার সিদ্ধান্তটি যুক্তরাষ্ট্রের সিনেটের মিত্রদের চাপের পরই নেওয়া হয়েছে।
ইসরায়েলে এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, দুর্ভিক্ষ যেন না হয়—এটা বাস্তব কারণেই যেমন দরকার, তেমনি কূটনৈতিক দিক থেকেও জরুরি।