বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দুই ভাগ করা ঠিক হয়েছে। এটি শ্বেতপত্রেও বলা ছিল।
সোমবার (১৯ মে) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘নীতি সংস্কার ও আগামীর জাতীয় বাজেট’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনে তিনি এসব কথা বলেন। নাগরিক প্ল্যাটফর্ম এই সেমিনারের আয়োজন করে।
দেশের অর্থনীতি প্রসঙ্গে দেবপ্রিয় বলেন, অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে কি না, তা জোর দিয়ে বলা যাচ্ছে না।
কর আদায় সন্তোষজনক নয় উল্লেখ করে তিনি বলেন, গত কয়েক দশকে কর আদায় নিয়ে এত সমালোচনার পরও কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না।