এক হাজার ফিলিস্তিনিকে বিনা খরচে চলতি বছরের হজ পালনের আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ সোমবার (১৯ মে) এ আমন্ত্রণের নির্দেশ দিয়েছেন।
সৌদি মন্ত্রণালয় জানিয়েছে, বাদশাহর নির্দেশে তারা ফিলিস্তিনি হজযাত্রীদের হজ পালনের সুবিধার্থে একটি বিস্তৃত পরিকল্পনা তৈরির কাজ ইতোমধ্যে শুরু করেছেন। সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয় ‘দাওয়া অ্যান্ড গাইডেন্স’ এ পরিকল্পনা বাস্তবায়ন করবে।