শনিবার, ২৪ মে ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিজ্ঞপ্তি :

উপদেষ্টার আশ্বাসে সরলেন কর্মকর্তা-কর্মচারীরা

সচিবালয় ভাতা ও রেশনিং ব্যবস্থা চালুর দাবি আদায়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের আশ্বাসে সরে গেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। একই সঙ্গে ১০ দিন পর দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারির কথা জানানো হয়।

সোমবার (১৯ মে) দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর এ কথা জানান। এ সময় কর্মচারীদের পক্ষে পরিষদের মহাসচিব নিজাম উদ্দিন আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টার দিকে অর্থ মন্ত্রণালয় ত্যাগ করেন কর্মকর্তা-কর্মচারীরা।

বৈঠক শেষে পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর বলেন, সচিবালয়ে রেশন ও ভাতার জন্য দীর্ঘ দিন ধরে আলোচনা চলছে। সমাবেশ, আবেদন, নিবেদন, ব্যক্তিগত যোগাযোগ, ডকুমেন্টস শো, ডকুমেন্টস সার্পোটিং পেপারসহ সব কিছু নিয়ে আমরা আলোচনা যার সঙ্গে করেছি। সেটা সে পর্যন্তই সীমাবদ্ধ ছিল। উপদেষ্টা পর্যন্ত সে আলোচনা পৌঁছেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে অনুসরণ করুন