সচিবালয় ভাতা ও রেশনিং ব্যবস্থা চালুর দাবি আদায়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের আশ্বাসে সরে গেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। একই সঙ্গে ১০ দিন পর দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারির কথা জানানো হয়।
বৈঠক শেষে পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর বলেন, সচিবালয়ে রেশন ও ভাতার জন্য দীর্ঘ দিন ধরে আলোচনা চলছে। সমাবেশ, আবেদন, নিবেদন, ব্যক্তিগত যোগাযোগ, ডকুমেন্টস শো, ডকুমেন্টস সার্পোটিং পেপারসহ সব কিছু নিয়ে আমরা আলোচনা যার সঙ্গে করেছি। সেটা সে পর্যন্তই সীমাবদ্ধ ছিল। উপদেষ্টা পর্যন্ত সে আলোচনা পৌঁছেনি।