বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপির কি এত আকাল পড়েছে যে আওয়ামী লীগ থেকে সদস্য আমদানি করতে হবে। যেই আওয়ামী লীগের ডিএনএতে গণতন্ত্র নাই, বিএনপির সদস্য হওয়ার জন্য তাদের কেন আহ্বান করতে হবে।
তিনি বলেন, গত বছরের ৫ আগস্ট দেশের মানুষ আওয়ামী লীগকে বিতাড়িত করেছে। এ দেশের প্রতিটি ধূলিকণাকে বিএনপি ধারন করে, লালন করে।
সোমবার (১৯ মে) বিকেলে নগরের শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সিলেট বিভাগে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।