আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল লিমিটেডকে নিষিদ্ধ ঘোষণা করেছে রাশিয়া। ইউক্রেনের প্রতি সমর্থন এবং রাশিয়ার বিরোধিতা করার অভিযোগ আনা হয়েছে সংস্থাটির বিরুদ্ধে।
সোমবার (১৯ মে) এক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে ‘অবাঞ্ছিত সংস্থা’ ঘোষণা করেছে রাশিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।
রয়টার্স জানিয়েছে, মানবাধিকার সংস্থাটি রাশিয়ার তীব্র সমালোচনা করেছে এবং বলেছে, তারা দ্বিগুণ হারে রাশিয়ার মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রকাশ করবে।
অ্যামনেস্টির এমন বক্তব্যের পরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে রাশিয়া।